Homeজেলাবগুড়ায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আগুন

বগুড়ায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আগুন

বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের পশ্চিম পাশের নিচতলার বারান্দায় আগুন লাগে।

বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক জানিয়েছেন, “ডিসি অফিসের নিচতলায় পুরোনো ফাইল ও কাগজপত্রে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ আহত হননি এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে।”

জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, “নিচতলার বারান্দায় মোবাইল কোর্টের কিছু কাগজপত্র ছিল। সেগুলোতে আগুন লেগেছিল। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত করে কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছেন।

 

সর্বশেষ খবর