কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল ৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাসষ্ট্যান্ডে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ ঘটে।
এই দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী আর্কেডিয়া ক্লিনিকে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের সামনে চলে আসে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।