Homeজেলালক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

নেই পাশে যার, সমাজ সেবা আছে তার, এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০২ জানুয়ারী (বৃহস্পতিবার) জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকালে সকালে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে ওয়াকাথন শুরু হয়ে ৩ কিলোমিটার জুড়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমাজ সেবার পতাকা উত্তোলন করা হয়।
পরে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আড্ডা পরিচালনা করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন,সচেতন নাগরিক কমিটি সনাজ জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, জেলা সমাজ সেবার উপপরিচালক স্বপন কুমার হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা,সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরমান হোসেন, বায়েজীদ হোসেন প্রমুখ।


আরও পড়ুন:নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতিকে দিয়ে বই উৎসবের উদ্ভোধনঃ


এতে সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, এনজিও, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এতে অংশ নেয়। পরে দিবসটি উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল, ১০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর