Homeজেলানাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতিকে দিয়ে বই উৎসবের উদ্ভোধনঃ

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতিকে দিয়ে বই উৎসবের উদ্ভোধনঃ

গতকাল ০১ জানুয়ারী বুধবার সকাল ১০/১১ ঘটিকার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের উদ্ভোধন করেন, অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আজাজার রহমান।

উপস্থিত জনতার সূত্রে এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারী ২০২৫ বই উৎসবে আমন্ত্রীত অতিথি ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব মোঃ আজিজার রহমান, তিনি ইউনিয়ন আওয়ামীলীগের বিগত কমিটির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গত ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী সময়ে এসে কিভাবে আওয়ামীলীগের সাবেক বা বর্তমান সভাপতি অথবা আওয়ামীলীগের অন্য কোনো নেতাকে দিয়ে একটি বিদ্যালয়ের বই উৎসব উদ্ভোধন করেন এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন:অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।


ফ্যাসিষ্ট পলাতক হাসিনার দল আওয়ামীলীগের নেতাকর্মীদের দিয়ে এ সময়ে এসে বিদ্যালয়ের বই উৎসব করায় স্থানীয় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাতীয় পার্টির লোক এবং গত ফ্যাসিষ্ট সরকারের দোসর হওয়ায় তিনি পরিকল্পিতভাবে সুধী সমাজের প্রতিনিধিদের বাদ দিয়ে আওয়ামীলীগের সাবেক সভাপতিকে আমন্ত্রীত অতিথি হিসাবে এনে বই উৎসব করিয়েছেন।

সর্বশেষ খবর