Homeজেলাপঞ্চগড়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশের নতুন বোর্ডের উদ্বোধন

পঞ্চগড়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশের নতুন বোর্ডের উদ্বোধন

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পঞ্চগড় জেলায় নতুন বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩ টায় প্রায় ২০ জন সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিবিডি পঞ্চগড়ের নবনির্বাচিত সভাপতি খুরশিদা জাহান খুশি, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আসাদুর জামান খোকনসহ বোর্ডের বাকি সদস্যদের কমিটির সদস্য ও

সাধারণ সদস্যগুলো ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানায়।
তারপর ভিবিডির বোর্ড মেম্বারসহ বাকি সদস্য গুলো ভিবিডি পঞ্চগড়ের বার্ষিক পরিকল্পনা বিষয়ে মতামত জানায়। তারপর সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ মাসের প্রোগ্রামের পরিকল্পনা খসড়া করে। সবশেষে কেক কেটে পঞ্চগড়ের নতুন বোর্ডের নতুন যাত্রা শুরু করে।

ইভেন্ট বিষয়ে ভিবিডি পঞ্চগড়ের নবনির্বাচিত সভাপতি খুরশিদা জাহান খুশি বলেন, আমরা অনেক ভালো কিছু করতে চাচ্ছি। নতুন নতুন প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করেছি। আমরা জানি আমাদের জন্য চ্যালেঞ্জিং এবং আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক। আশা করি ভিবিডি পঞ্চগড়ে এ বছর নতুনত্ব ও ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আসবো।


আরও পড়ুন:চাকরি না করেও শিক্ষিত যুবকের বাজিমাত


ইভেন্ট বিষয়ে ভিবিডি পঞ্চগড়ের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খোকন বলেন, আমরা চেষ্টা করেছি সদস্যদের মতামত নেওয়ার এবং সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করার। আমরা প্রতিমাসে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী নির্বাচন থেকে শুরু করে নতুন কিছু প্রোগ্রাম করার চিন্তাভাবনা করেছি। আশা করি ভিবিডি পঞ্চগড়ে ভালো কিছু দিতে পারবো।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায় এবং আগামীতে সকল সদস্যদের সহযোগিতায় পঞ্চগড়ে দেশ ও জনগণের সেবার জন্যে ভালো কিছু করার আশা ব্যক্ত করেন।

সর্বশেষ খবর