কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় মুখোমুখি হয় কুড়িগ্রাম ফুটবল একাদশ ও খড়িবাড়ী ফুটবল একাদশ।
ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জনাব আসাদুজ্জামান লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তালেব খন্দকার, প্রধান শিক্ষক, নজর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; জনাব এস এম ইদ্রিস আলী সরকার, সহকারী শিক্ষক, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়; জনাব আমজাদ হোসেন ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি; জনাব ফজলুল হক, সহকারী শিক্ষক, নজর মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন,সাংবাদিক জাকারিয়া শেখ, সাব্বির রহমান রিক্ত, আবুল সালাম, বলু মিয়া এবং এস এম সাজেদুল ইসলাম প্রমুখ ।
আরও পড়ুন:১৫ জানুয়ারির মধ্যে ঘোষনাপত্র জারি করতে হবে – হাসনাত আব্দুল্লাহ।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি জমে ওঠে। প্রধান অতিথি জনাব মোঃ মামুনুর রশিদ বলেন,”খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি।”
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ্য, টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।