১৫ জানুয়ারির মধ্যে ঘোষনাপত্র জারি করতে হবে – হাসনাত আব্দুল্লাহ।
সরকারকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই – আগষ্ট বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান।
আরও পড়ুন:বহদ্দারহাট-শুলকবহর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আবু সৈয়দ, সেক্রেটারি ডাঃ খালেদ
এসময় তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। এজন্য দেশের প্রতিটি জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় আপনারা মানুষের কাছে যাবেন, তারা কী বলতে চায় তা শুনতে হবে।