মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) সকাল ১১টায় এ কম্বল বিতরণ করা হয়।
মাগুরা জেলায় অসহায়, দিনমজুর ও হত দরিদ্র পথচারীদের মাঝে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা মিলে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।
ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী বলেন, আমরা প্রতি বছরই শীতের মৌসুমে আমাদের নিজ উদ্যোগে অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিকভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম পর্বে ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরো অনেক বেশি বেশি কম্বল ও শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন:নাগেশ্বরীতে নিখোঁজ ৭ মাসের শিশু সেফটি ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার।
সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন, এ উদ্যোগে ইউনিটির সকলের সহযোগিতা থাকলেও সভাপতির মহতী উদ্যোগের কারণে এ সেবামূলক কর্মকাণ্ডে আমরা শরিক হতে পেরে মনে তৃপ্তি লাগে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, হেফাজতে ইসলামের মাগুরা জেলা শাখার আমির মাওলানা কাজী জাবের বীন মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাজিরুল ইসলাম ।
গণঅধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ সাংবাদিকবৃন্দ।