Homeজেলানাগেশ্বরীতে নিখোঁজ ৭ মাসের শিশু সেফটি ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার।

নাগেশ্বরীতে নিখোঁজ ৭ মাসের শিশু সেফটি ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর সেফটি ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার, পুলিশ ও গতকালের সংবাদ মাধ্যমের সংবাদ সূত্রে জানা যায় গতকাল ৩০ ডিসেম্বর দুপুর ১২.০০ ঘটিকার সময় আদিফাকে ঘরের খাটে মশারির নিচে ঘুমিয়ে রেখে মা জান্নাতুল বেগম বড় মেয়ে আসফিয়া খাতুনকে গোসল করাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ খাট থেকে আদিফার কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে মা দৌড়ে এসে দেখেন, মশারি ঠিকঠাক আছে কিন্তু বিছানায় আদিফা নেই।পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আদিফার বাবা আমিনুল ইসলাম বিকেল ২.০০ ঘটিকায় নাগেশ্বরী থানায় একটি নিখোজ অভিযোগ দায়ের করেন।নাগেশ্বরী থানা ইনচার্জ মো: মিজানুর রহমান নিজেই ঘটনাস্থলে প্রায় তিন ঘন্টা তল্লাশী করেও তাকে খুজে পাননি।


আরও পড়ুন:সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক পরিবারের উপর হামলার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন অনুষ্ঠিত


নাগেশ্বরী থানা ইনচার্জ জানান,অদ্য সকাল ১০.৩০ ঘটিকায় ঘটনার এলাকার সেফটি ট্যাংক খোজার কথা মনে আসে।স মতে অদ্য ৩১ ডিসেম্বর তিনি এস আই শাহিন কে আবারো আদিফাদের আশপাশের বাড়ির সেফটি ট্যাংক খোজার জন্য প্রেরণ করেন।আশপাশের বাড়ির সেফটি ট্যাংক ঢাকনা তুলে দেখেও সন্দেহজনক কিছু না পেয়ে আদিফাদের বাড়ির সেফটি ট্যাংকের ঢাকনা খুলে দেখতে গিয়ে সেখানে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। শিশুটি কীভাবে সেফটি ট্যাংকে পড়ল, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে নানা আলোচনা চলছে।

সর্বশেষ খবর