সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতার লক্ষ্যে প্রকল্প গ্রামের সভাপতি/ সভানেত্রীগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ শহর সমাজ সেবার আয়োজনে ৩১ জানুয়ারী (মঙ্গলবার) প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
আরও পড়ুন:৪০ বছর পর ছুটি নিলেন শিক্ষক
শহর সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল মোনাফ, শহর সমাজ সেবার সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক অরুণ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষণে প্রকল্প গ্রামের সভাপতি/ সভানেত্রী, সমাজকর্মীসহ সমাজ সেবার বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।