Homeজেলাবগুড়ার মহাস্থান হাটে মুলা ও ফুলকপি ২ থেকে ৫ টাকায় বিক্রি

বগুড়ার মহাস্থান হাটে মুলা ও ফুলকপি ২ থেকে ৫ টাকায় বিক্রি

বগুড়ার মহাস্থান হাটে শীতকালীন সবজির দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। মুলা ও ফুলকপি প্রতিকেজি ২ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। দাগওয়ালা সবজি আরও কম দামে, মাত্র ৫০ থেকে ৮০ টাকা মণে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতিপিছ ৬ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

চাষীরা জানাচ্ছেন, মৌসুমের শুরুতে মুলা ৪০ থেকে ৬০ টাকা কেজি এবং ফুলকপি ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে গত ১৫ দিনের ব্যবধানে এই দাম নেমে এসেছে ২ থেকে ৮ টাকায়। এমনকি বাধাকপির দামও কমে গেছে, যা এখন ৬ থেকে ১৫ টাকায় প্রতিপিছ বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দামেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। মহাস্থান হাটে বেগুন ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৪০-৫০ টাকা, সিম ৩০-৪০ টাকা এবং টমেটো ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান জানিয়েছেন, জেলার শীতকালীন সবজির ফলন এবার উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। ১৩ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৬ হাজার টনেরও বেশি সবজি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। জেলার প্রয়োজন মিটিয়ে এসব সবজি সারা দেশে সরবরাহ করা হচ্ছে।

তবে সবজির দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ না ওঠায় চাষীরা হতাশ। মৌসুমের এই সময়টাতে এমন দামের পতন তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলন ভালো হলেও ন্যায্য দাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছেন।

সর্বশেষ খবর