Homeজেলাবগুড়ায় ইউএনও অফিসে আগুন

বগুড়ায় ইউএনও অফিসে আগুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তিনি অফিসের ভেতরে গিয়ে আগুন দেখতে পান। বিষয়টি তিনি তৎক্ষণাৎ ইউএনও তাহমিনা আক্তারকে জানান। ইউএনও দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।

ইউএনও তাহমিনা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রকার প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে অফিসের বৈদ্যুতিক লাইন নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় অফিসের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও দ্রুত তা পুনরায় স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

সর্বশেষ খবর