গত এক বছরে প্রায় ১৬ হাজার ভারতীয় শ্রমিক ইসরায়েলে প্রবেশ করেছেন। ইসরায়েলে আরো শ্রমিক পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইসরায়েলের নির্মাণ খাতে আগে ফিলিস্তিনি শ্রমিকরা কাজ করতেন। বর্তমানে তাদের স্থান দখল করছেন ভারতীয় শ্রমিকরা।
মূলত ভারতে কর্মসংস্থানের ঘাটতি এবং ইসরায়েলের উচ্চ আয়ের সম্ভাবনা ভারতীয় শ্রমিকদের আকর্ষণ করছে।
ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধের আগে ইসরায়েলের নির্মাণ খাতে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি কাজ করতেন। বর্তমানে বিদেশি শ্রমিকের সংখ্যা ৩০ হাজারে নেমে এসেছে। যা প্রয়োজনের তুলনায় বেশ কম।
ইসরায়েলে আগের চেয়ে ২৫ শতাংশ কম নির্মাণকাজ এগোচ্ছে। এভাবে চললে ভবিষ্যতে বাসস্থানের ঘাটতি দেখা দিতে পারে। ইসরায়েলের জনসংখ্যা প্রতি বছর ২ শতাংশ করে বাড়ছে।
বিশেষজ্ঞদের বরাতে এনডিটিভি জানাচ্ছে, ভারতীয় শ্রমিকরা পরিস্থিতি সামাল দিতে ভূমিকা পালন করছেন।
তবে ইসরায়েলের নির্মাণশিল্পে পুরোপুরি স্থিতিশীলতা ফিরতে আরো সময় লাগবে।