Homeআন্তর্জাতিকতীব্র শীত, গাজায় দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি

তীব্র শীত, গাজায় দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মাথা গোঁজার অবলম্বন হারিয়ে অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন।

ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় আরেক বিপদ দেখা দিয়েছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

তীব্র ঠান্ডায় অঞ্চলটিতে গেল এক সপ্তাহে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জনই শিশু।
গাজা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো মানুষকে এই তীব্র ঠান্ডা থেকে রক্ষা করতে পারছে না। তীব্র শীতে এ পর্যন্ত ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের ৪৫ হাজার ৫৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৪৯ জন।

সর্বশেষ খবর