নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় ফৌজদারি আইনে মামলা করা হবে বলে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ বলেন, ডাকাতি মামলায় রবিবার থেকে অভিযান চালিয়ে মাধবদীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এটাকে হামলার কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
তিনি আরো বলেন, ‘সোমবার রেজিস্ট্রেশনবিহীন একটা মোটরসাইকেল আটক করা হয়। সেটাও হামলার কারণ হতে পারে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এই দুটি কারণে ধারণা করা হচ্ছে, কিছু উচ্ছৃঙ্খল, দুষ্কৃতকারী থানায় আক্রমণ করার চেষ্টা করেছে।
থানার দরজাতে কিছু বারি ও জানালায় ঢিল দিয়েছে হামলাকারীরা। এতে সামান্য ক্ষতি হয়েছে।