Homeজেলাবগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে। রোববার (২৪ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে আদমদীঘি থানায় এ বিষয়ে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি প্রায় চার বছর আগে কর্মসূত্রে সৌদি আরবে পাড়ি জমান। এই সময় তার স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দেন একই গ্রামের ভাতিজা ও ছাত্রলীগের সাবেক নেতা আব্দুস সবুর তুহিন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তুহিন তাদের সন্তানদের ক্ষতি করার হুমকি দেন।

গত ২৯ নভেম্বর গভীর রাতে ভুক্তভোগী ঘুমিয়ে পড়লে তুহিন তার ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। দীর্ঘদিন ধরে ভয়ে মুখ না খুললেও ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফেরার পর তিনি পুরো ঘটনাটি তাকে জানান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর ভুক্তভোগীকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তুহিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

অভিযুক্ত আব্দুস সবুর তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ খবর