Homeজেলাবাল্যবিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

“বাল্য বিবাহকে না বলি, ঝুঁকিমুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের নারী উদ্যোক্তা মঞ্চ উইমেন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, প্রজেক্ট অফিসার আব্দুল কুদ্দুস সরকার, কেস ওয়ার্কার রিম্পা রাণী রায়, এনামুল হক, কমিউনিটি মবিলাইজার রুহুল আমীন, গীতা রাণী পালসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আরও পড়ুন:নাগেশ্বরীতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে দিয়ে রাস্তা পাকা করনের কাজ উদ্ভোধনঃ


বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহ রোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সর্বশেষ খবর