নওগাঁর মান্দায় আহসান মেমোরিয়াল কে.জি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, নবীন বরন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার ৩০ শে ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া স্কুল মোড়ে অবস্থিত আহসান মেমোরিয়াল কেজি স্কুলের আয়োজনে উক্ত প্রতিষ্ঠান চত্বরে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আহসান মেমোরিয়াল কে জি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শফিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মোখলেছুর রহমান (কামরুল)।
আরও পড়ুন:রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মজিবর রহমান, কাবিরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন, নূরুল ইসলাম, আলহাজ্ব নাসির উদ্দীন, হাফেজ সেলিম রেজা, জাকারিয়া, কৃষক দল নেতা হারুন অর রশিদ সবুজ প্রমুখ।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।#