নওগাঁর রাণীনগরে বায়তুল হিকমাহ্ একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে রাণীনগর বায়তুল হিকমাহ্ একাডেমি প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন:ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কুড়িগ্রামে যুবক গ্রেফতার
বায়তুল হিকমাহ্ একাডেমির সভাপতি ডা. আনজীর হোসেনের সভাপতিত্বে ও পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।