কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বিষনু চন্দ্র দাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে একটি বিতর্কিত লেখা ছড়িয়ে পড়ে। বিষনু চন্দ্র দাস তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করেন। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিক্ষোভ করে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর রাজারহাট থানা পুলিশ রংপুরে অভিযান চালিয়ে বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন:কুড়িগ্রামে বিজিবি’র শীতবস্ত্র পেল ৩৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষ
এদিকে, সোমবার মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। বিচারিক কার্যক্রম শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়।
স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।