কুড়িগ্রামে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অন্যান্য বিজিবি সদস্যরা।
আরও পড়ুন:কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে- ডা: শফিকুল রহমান
কম্বল পেয়ে আনন্দিত এক ব্যক্তি বলেন, “বিজিবি আমাদের কম্বল দিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। বিজিবির জন্য আমরা দোয়া করব। গতবারও আমরা বিজিবির কম্বল পেয়েছিলাম।”
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, “ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিজিবি সবসময় থাকবে।”