মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন:অনন্ত জলিলকে আদালতে হাজিরে সমন জারি
প্রধান উপদেষ্টার বক্তব্য তার কার্যালয়ের সভাকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।