আফগানিস্তানে আবাসিক ভবনগুলোতে এমন জানালা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে, যা আফগান নারীদের ব্যবহৃত স্থানের দিকে মুখ করে থাকে। পাশাপাশি বিদ্যমান জানালাগুলো বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা এ সম্পর্কিত একটি নির্দেশ জারি করেছেন।
তালেবান সরকারের মুখপাত্র শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ভবনে এমন জানালা থাকা উচিত নয়, যেগুলো থেকে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া ও অন্যান্য জায়গা দেখা যায়, যা সাধারণত নারীরা ব্যবহার করেন।
সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এই আদেশে উল্লেখ করেছেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে, আঙিনায় চলাফেরা করতে বা কুয়া থেকে পানি আনতে দেখা অশালীন কাজের দিকে নিয়ে যেতে পারে।’
নির্দেশ অনুযায়ী, ভবন নির্মাণস্থলগুলোতে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নজরদারি করতে হবে, যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায়—এমন জানালা তৈরি করা না হয়। এ ছাড়া যদি এমন জানালা ইতিমধ্যে থেকে থাকে, তবে মালিকদের উৎসাহিত করা হবে দেয়াল নির্মাণ বা অন্য কোনো উপায়ে জানালাগুলো ঢেকে দিতে, যাতে প্রতিবেশীদের জন্য অসুবিধা এড়ানো যায়।
২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের জনসমাগমস্থল থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে।
জাতিসংঘ এসব পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্যের শাসন’ হিসেবে গোষ্ঠীটির সমালোচনা করেছে। তালেবান কর্তৃপক্ষ মেয়েদের জন্য প্রাথমিকের পর শিক্ষা বন্ধ করে দিয়েছে, কর্মসংস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে এবং পার্ক ও অন্যান্য জনপরিসরে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সম্প্রতি একটি আইন জারি করে তালেবান সরকার নারীদের জনসমক্ষে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বাড়ির বাইরে দেহ ঢেকে রাখতে ও কণ্ঠ অন্যদের না শোনাতে উৎসাহিত করা হয়েছে।
কিছু স্থানীয় রেডিও ও টেলিভিশন স্টেশন ইতিমধ্যে নারীদের কণ্ঠ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তালেবান প্রশাসন দাবি করে, ইসলামী আইন আফগান পুরুষ ও নারীদের অধিকার ‘নিশ্চিত’ করে।
সূত্র : এএফপি