Homeজেলাআসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি; ডা.শাহাদাত হোসেন

আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি; ডা.শাহাদাত হোসেন

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দেশের সকল ধরনের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রোববার (২৯শে ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল,ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য চট্টগ্রামের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে অনুরোধ করছি। আমি যে ক্লিন সিটি বা পরিচ্ছন্ন চট্টগ্রামের কথা বলছি সেটার উদ্দেশ্য শুধু ড্রেন বা ময়লা আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয় পরিষ্কার করাও বটে। সবাইকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলতে হবে আমাদের।
“আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি চয়ন স্মরণ করিয়ে দিতে চাই “গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান।” আমাদের এই সাম্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের। এই দেশে আমাদের থাকতে হবে এবং মরতে হবে। কাজেই এ দেশকে ভালোবাসতে হবে। যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমার ভাইয়েরা দেশকে ভালোবেসেছিল, যেভাবে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভালোবেসেছিল, এবং যেভাবে ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা দেশকে ভালোবেসেছিল, সেই একইভাবে আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত—আমরা সবাই বাংলাদেশী। এই মনোভাব যখন আমাদের মধ্যে থাকবে, তখন সম্প্রীতির বন্ধন ছাড়া অন্য কোনো প্রশ্ন উঠবে না “ জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন তিনি চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন তা উদাহরণ হিসেবে পরবর্তী কর্মস্থলে গিয়েও চট্টগ্রামে মানুষের সম্প্রীতির কথা যাতে বলতে পারবেন। সম্প্রীতি বজায় রেখে জন্ম,বর্ণ, গোত্র নির্বিশেষ সবাইকে মানুষ হিসেবে পরিচয় দেয়ার গুরুত্বারোপ করেন তিনি। সভায় বক্তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তুলতে ঐক্যমত প্রকাশ করেন।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মোঃ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম, রায়হান উদ্দিন খান,পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমির শাহজাহান চৌধুরী, মাওলানা নাসির উদ্দিন মুনির, যুগ্ম – মহাসচিব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম, জেসমিন আরা সুলতানা পারু, প্রধান নির্বাহী, ইলমা, রাজীব ধর তমাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পি.কে বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা অধ্যাপক উপানন্দ মহাথের, নব পন্ডিত বিহারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর