বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘চব্বিশের আন্দোলনকে কেউ ব্র্যান্ডিংয়ের চেষ্টা করবেন না। হাসিনা অহংকার করত, তার পতন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘সুতরাং এমন কথা না বলাই ভালো, যেটা আল্লাহ তা’য়ালা পছন্দ করবেন না, দেশের মানুষ পছন্দ করবে না।’
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সভার আয়োজন করে। এ সময় মির্জা আব্বাস বলেন, ‘জাতির ভেতর দয়া করে বিভক্তি আনবেন না। এত কষ্টের অর্জন হাসিনার পতন। সেই কষ্টের অর্জনকে, কয়েকজন লোকের কথা শুনে জাতিকে বিরক্ত করবেন না।
সংবিধান পুনর্লিখন সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান লেখা হয়েছিল একাত্তরের শহীদের বিনিময়ে। স্বাধীনতার পর থেকে এই সংবিধান চলে আসছে। যারা এই সংবিধান অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাই বলে মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না। ব্যবস্থা নেন, আমরা আছি সঙ্গে।’
তিনি বলেন, ‘খামাখা বিদ্রোহ হচ্ছে না, কেউ না কেউ উসকানি দিচ্ছে। তারা সচিবালয়েই বসে আছেন। তারা উপদেষ্টাদের আশপাশেই আছেন। তাদের সবাইকে আমরা চিনি।