ভোলায় শব্দদূষণ প্রতিরোধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোলায় অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস চালকদের সচেতন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া।
এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, হৃদয় দত্ত, মোঃ এমরান খান, সুমাইয়া ইসলাম সুমু, ইসরাত জাহান নুহা, মোহাম্মদ মমিন হোসেন, মোঃ সাহিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া বলেন, শব্দদূষন প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ করায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও তারা এরকম কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন বলেন, শব্দদূষন প্রতিরোধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।