Homeজেলাকুড়িগ্রামে দুর্লভ শকুন দেখতে জনতার ভিড়, এলাকাজুড়ে চাঞ্চল্য

কুড়িগ্রামে দুর্লভ শকুন দেখতে জনতার ভিড়, এলাকাজুড়ে চাঞ্চল্য

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোহরটারি গ্রামে বিরল প্রজাতির একটি শকুন ধরা পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে একটি বড় আকৃতির পাখিকে পড়ে থাকতে দেখেন। পরে সেটিকে উদ্ধার করে গ্রামের একটি নিরাপদ স্থানে রাখা হয়।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “আমি জমিতে কাজ করতে গিয়েছিলাম, তখন হঠাৎ দেখি বড় একটি পাখি নড়াচড়া করছে, কিন্তু উড়তে পারছিল না। কাছে গিয়ে দেখি এটি একটি বিরল শকুন। এরপর আমরা কয়েকজন মিলে পাখিটিকে ধরে গ্রামে নিয়ে আসি।”

শকুনটিকে এক নজর দেখতে গ্রামবাসী ভিড় জমাচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বিরল পাখিটি দেখতে আসছেন। মোহরটারি গ্রামে এমন বিরল পাখি আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করছেন।

এলাকাবাসী দ্রুত স্থানীয় বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। বন বিভাগের কর্মকর্তা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, পাখিটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত। আমাদের দল শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা মিলন মিয়া জানান, শকুনটি দেখতে অনেক বড় এবং বেশ দুর্বল মনে হচ্ছে। এটি সম্ভবত শিকার বা খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সংরক্ষণ করা হলে প্রকৃতির জন্য ভালো হবে।


আরও পড়ুন:ফুলবাড়িতে কাঠ খড়ির বিকল্প হিসেবে গোবরের লাকড়ি।


এ বিষয়ে বন বিভাগ ও পরিবেশ সংস্থাগুলো একযোগে কাজ করছে। শকুনটির চিকিৎসার পর সুস্থ হলে এটি প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে, বিরল এই শকুন দেখতে আসা জনতার মধ্যে অনেকেই প্রাণীকুল সংরক্ষণে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। তারা চান, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে দ্রুত পাখিটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর