Homeজেলাবাবা আমি টাকা দিবো এই শেষ কথা ছিল ছোট্ট শিশুর।

বাবা আমি টাকা দিবো এই শেষ কথা ছিল ছোট্ট শিশুর।

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

 


আরও পড়ুন:লক্ষ্মীপুরে আলিফ – মিম হাসপাতালে সিজার না করেই যমজ শিশুর জন্ম, রুগীদের সঠিক চিকিৎসা দিচ্ছি বিশ্ব মানের – হাজী আমির হোসেন

 


ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো!

আসলে আপনি গতিশীল হন, স্থীর হন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনাই বেশি। কারণ আপনি বাংলাদেশী!

সর্বশেষ খবর