Homeজেলালক্ষ্মীপুরের সঠিক পরিচর্যার অভাবে অনেক মেধাবী খেলোয়াড় হারিয়ে যাচ্ছে --এমএফ গ্রুপের...

লক্ষ্মীপুরের সঠিক পরিচর্যার অভাবে অনেক মেধাবী খেলোয়াড় হারিয়ে যাচ্ছে –এমএফ গ্রুপের চেয়ারম্যান ফরহাদ

লক্ষ্মীপুর জেলার সাবেক খেলোয়াড়, সংগঠক, পৃষ্টপোষক এবং এমএফ গ্রুপের চেয়ারম্যান ফরহাদ বলেছেন তরুণরা খেলা থেকে হারিয়ে যাচ্ছে। স্মার্ট ফোন তরুণদের অলস বানিয়ে ফেলছে। তাই এই তরুণদের খেলাধুলার সাথে সম্পৃক্ততা হতে হবে। ২৬ই ডিসেম্বর এম এফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলছিলেন তিনি।

এদিন রায়পুর জনকল্যাণ হাই স্কুল মাঠে টাইগার স্পোর্টিং ক্লাব ও স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টাইগার স্পোটিং ক্লাব বিজয়ী হয়। বিজয় দলকে এলইডি টিভি ও রানার্স রানার্স অফ দলকে প্রাইজবন্ড দেওয়া। খালে ম্যান অব দ্যা ম্যাচ হন আমিনুল ।


আরও পড়ুন:মান্দায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


খেলাটি পরিচালনা করেন রায়পুর ক্রীড়া সংস্থার সদস্য দোলন করি, ধারাভাষ্যকার ছিলেন মোবারক হোসেন রোমান।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১০ নং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল হোসেন মিয়াজ, এ সময় আর উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা মিয়াজী, ফরহাদ হোসেন সোহাগ, সুমন বেপারী, সাকিব, স্বপন প্রমুখ।

সর্বশেষ খবর