টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের ক্লাব-৯৯ এর উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ক্লাব-৯৯ এর উদ্যোগে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় এই ক্লাবের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টু, সিনিয়র সহ-সভাপতি এসএম লিংকন রায়হান খায়রুল, সহ-সভাপতি ফরহাদ তালুকদার, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও ক্লাব-৯৯ এর উপদেষ্টা রনজিৎ কুমার কর্মকার, ক্লাব-৯৯ এর সভাপতি মোঃ লিয়াকত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, বাগবাড়ী আউটডোরের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান,সাংবাদিক কোরবান আলী তালুকদার, ফুয়াদ হাসান রঞ্জু সহ এসএসসি-৯৯ ব্যাচের বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন।