আগামী শনিবার বগুড়ার শেরপুরে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নেসকো। বৃহস্পতিবার নেসকোর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বগুড়া জেলার শেরপুর উপজেলার হাজীপুর ও মির্জাপুরে ৩৩-কেভির বাৎসরিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য এবং খেজুরতলা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১ স্পান এর তার পরিবর্তনের জন্য সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কিছু অঞ্চলে মেরামত ও উন্নয়ন কাজ চলার কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার সম্মুখীন হতে হবে।
সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধের জন্য নেসকোর শেরপুর বিক্রয় ও বিতরন বিভাগের গ্রহকগণের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়।