Homeবিবিধধামইরহাটে বড়দিন উপলক্ষে বেনীদুয়ার ধর্ম পল্লীতে উপহার প্রদান করেন ইউএনও

ধামইরহাটে বড়দিন উপলক্ষে বেনীদুয়ার ধর্ম পল্লীতে উপহার প্রদান করেন ইউএনও

নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার ধর্ম পল্লীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও কুশল বিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বেনীদুয়ার ক্যাথলিক চার্চে উপহার সামগ্রী প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।


আরও পড়ুন:২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন


পরে পুরো ধর্মপল্লীতে থাকা খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সবশেষে কেক কাটার মাধ্যমে শুভ বড়দিন উদযাপন করা হয়। এসময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, বেনীদুয়ার চার্চ ফাদার মাইকেল কোড়াইয়া, সিস্টার লিমা গমেশ, মার্তিনা কিচকু, রিনা মার্ডি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর