Homeজেলা২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন

২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন

২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের উপসচিব মোঃ সগীর হোসেন ও সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোঃ মোস্তফিজুর রহমান।

ঢাকাস্থ বিএম ফাউন্ডেশন মিলনায়তনে ২৫তম ব‍্যাচের কর্মকর্তাদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস‍্যে বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো: সেলিম আহম্মেদ, সহ সভাপতি এ বি এম এহসানুল মামুন, সহ সভাপতি মো: নুরুল হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জয়নুল আবেদিন, কোষাধ্যক্ষ তারেক মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মো: হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহেদ মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএম শরিফুল আলম, ইভেন্ট ও সাংস্কৃতিক সম্পাদক মো: ছাদেকুর রহমান, সমাজ কল্যান সম্পাদক সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক তাহসিনা বেগম, গবেষণা বিষয়ক সম্পাদক ড. সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আজাহারুল ইসলাম, নির্বাহী সদস্য ফরিদা খানম, নির্বাহী সদস্য মিনারা নাজমীন, নির্বাহী সদস্য মো: ইমতিয়াজ মাহমুদ জুয়েল, নির্বাহী সদস্য মোহাম্মদ আশরাফুল আফছার, নির্বাহী সদস্য ফাতেমা তুল জান্নাত, নির্বাহী সদস্য আফিয়া আখতার, নির্বাহী সদস্য মো: মঈনুল হাসান, নির্বাহী সদস্য আলীমুন রাজিব, নির্বাহী সদস্য মো: হেমায়েত উাদ্দন, নির্বাহী সদস্য মো: নূরুল করিম ভুঁইয়া।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে ও তার ব্যাক্তিগত পক্ষ থেকে ২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) এর নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্য নির্বাহী কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আরও পড়ুন:ফুলবাড়ীতে গাঁজা ও মোটর সাইকেল সহ আটক ০১ জন


 

সর্বশেষ খবর