কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের এসআই আব্দুর রকিবের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে দুই কেজি পাচশত গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী হাসেন আলী (৪২)কে গ্রেফতার করেছে।
বৃহস্পতি বার (২৬ ডিসেম্বর) রাত ০১.৪০ ঘটিকার দিকে ফুলবাড়ী থানার এসআই আব্দুর রকিব এর নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল (বাঘমারা) গ্রামের হাসেন আলী (৪২) এর বসতবাড়ী বাড়ি তল্লাশি করে তার বসত বাড়ির খড়ি রাখার ঘরের ভেতর লাল কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে উক্ত মোটরসাইকেলের ট্যাংকির ভেতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি পাচশত গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত হাসেন আলী (৪২) উপজেলার গোরকমন্ডল (বাঘমারা) গ্রামের মৃত আঃ জব্বার এর ছেলে।
আরও পড়ুন:মান্দায় ভারশোঁ ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানায় যে, ফুলবাড়ী থানা এলাকার মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ আত্নরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই/আব্দুর রকিব এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুলিশি অভিযান পরিচালনা করে মাদক কারবারী হাসেন আলী (৪২)কে উল্লেখিত গাজা সহ আটক করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।