অদ্য ২৬ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাদ পন্থীদের তাবলীগী কার্যক্রম বন্ধের দাবিতে জুবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলার স্থানীয় তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।অত:পর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, “সাদ পন্থীরা তাবলীগ জামাতের মূলনীতি ও শৃঙ্খলা থেকে বিচ্যুত হয়ে ইসলামবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। তাদের কার্যক্রম বন্ধ না হলে মুসলিম উম্মাহ বিভক্তির শিকার হবে। এটি রোধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাদ পন্থীদের তাবলীগী কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
আরও পড়ুন:নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিতঃ
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় তাবলীগ জামাতের জুবায়ের পন্থীদের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য প্রশাসন ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে আশ্বস্ত করেন যে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে স্থানীয় তাবলীগ জামাতের একাংশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তি বজায় রাখতে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।