আফগানিস্তানে ভয়ংকর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায়। এই মর্মান্তিক ঘটনায় তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় ৭ টি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। এই হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হন। প্রতক্ষদর্শীরা জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।
এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানকে। এই নিয়ে আফগান এই মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের দেশের মাটি এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এই হামলার নিন্দা জানায় আমরা। এর পাল্টা জবাব দেয়া হবে খুব শীঘ্রই।’
যদিও এখনও পর্যন্ত পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা পাকিস্তানি তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।