Homeজেলারাণীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও ফারুক হোসেনকে সেক্রেটারি নির্বাচিত করে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ এ আলম প্রমুখ।


আরও পড়ুন:লক্ষ্মীপুর জেলা জুড়ে ধানের চেয়ে খড়ের দাম আকাশচুম্বি, গো – খাদ্য সংকটে ভুগছে খামারিরা


সম্মেলন শেষে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করানো হয়।

সর্বশেষ খবর