দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক সে”ছাসেবক দিবস-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুরে উপজেলার মাহানপুরের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে আন্তর্জাতিক স্বে”ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে র্যালী, আলোচনা, খেলাধুলা ও সেরা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এর আয়োজন করে।
আরও পড়ুন:বৃদ্ধকে মারধর করলেন বিএনপি নেতা মতি হাতীবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ
গুড নেইবারস্ বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার। এসময় আরও উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম আলী, সিডিপি মেডিকেল অফিসার ডা. মেরাজুল ইসলাম, সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, ইয়ুথ লিডার সামিরা আক্তার, ভলান্টিয়ার স্মৃতি আক্তারসহ আরও অনেকে। সমাজে শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা, আদর্শ সমাজ বিনির্মাণে যুবাসহ আন্তর্জাতিক স্বে”ছাসেবক দিবসের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে খেলাধুলায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, স্বে”ছাসেবকরাই বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থাকেন। দেশের প্রয়োজনে যুবকরা যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে স্বে”ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে জনকল্যাণমূলক কাজে অংশ নেন। এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ সকলের সুস্বা¯’্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।