Homeজেলারাণীনগরে ইমাম মুয়াজ্জিন সমাবেশ

রাণীনগরে ইমাম মুয়াজ্জিন সমাবেশ

নওগাঁর রাণীনগরে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা নির্মাণে ইমাম মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ
অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহ্বায়ক কাজী মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, নওগাঁ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক হেলাল হাসোরি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির
হোসেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন , শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।


আরও পড়ুন:মান্দায় প্রান্তিক পর্যায়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর