নওগাঁর মান্দায় প্রান্তিক পর্যায়ের (নাপিত, মুচি, সুইপার, ধোপা, কামার, কুমার, মাহালি)শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মোঃ শাহ আলম মিয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত ২ হাজার ১ শত ৬৭টি কম্বল উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, হরিজন সম্প্রদায়, হিন্দু পরিবার, আদিবাসী ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন:লক্ষ্মীপুরে নারীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় আসামি রাশেদ গ্রেফতার
এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ৭০০ টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।