Homeজেলানাগেশ্বরীতে অভিনব প্রতারণা, গৃহবধূর পাঁচ হাজার টাকা খোয়া

নাগেশ্বরীতে অভিনব প্রতারণা, গৃহবধূর পাঁচ হাজার টাকা খোয়া

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটির চর গ্রামে এক গৃহবধূ অভিনব প্রতারণার শিকার হয়ে পাঁচ হাজার টাকা হারিয়েছেন।

জানা যায়, গতকাল ২২ ডিসেম্বর, রোববার, আব্দুল আজিজ (৩০) প্রতিদিনের মতো সিটি ক্লিনিকে তার কর্মস্থলে যান। এ সময় প্রতারক চক্র তার স্ত্রী মোর্শেদা বেগমকে (২৫) ফোন করে জানায়, তার স্বামী ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। চিকিৎসার জন্য জরুরিভাবে ১০ হাজার টাকা প্রয়োজন বলে জানায় তারা।

অপরদিকে, প্রতারকরা আব্দুল আজিজকে একাধিকবার ফোন করে ব্যস্ত রাখে। ফলে মোর্শেদা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং প্রতারকদের মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে স্বামীর সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় মোর্শেদা বেগম দিশেহারা হয়ে পড়েন এবং নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর