পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত ‘হাল্ট প্রাইজ’।
‘হাল্ট প্রাইজ’ হলো বিশ্বের সবচেয়ে বড় প্লাটফর্ম, যেখানে বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা হয়ে থাকে। জাতিসংঘ এবং বিল ক্লিনটন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিজয়ী দলকে এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদশি টাকায় প্রায় বারো কোটি টাকা) পুরষ্কৃত করা হয়। যাতে তারা তাদের উদ্ভাবনকে সামনের দিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যত বিশ্বকে বদলে দিতে পারে।
সাধারণত ৩টি ধাপে এ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।যেখানে ১ম ধাপে ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল প্রতিযোগী দলের মধ্যে ৬ টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। এই ৬ টি দলের মধ্যে সেরা ৩ টি দল ২য় ধাপে অংশগ্রহণ করবে রিজিওনালে পর্যায়ে এবং রিজিওনালে যে দল বিজয়ী হবে ঐ দলটি সুযোগ পাবে গ্লোবালে অংশগ্রহণ করার। সবশেষ গ্লোবালে বিজয়ী হতে পারলেই সেই ব্যাবসার ধারনাটি বাস্তবায়নের জন্য বিজয়ীরা এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার পায়।
এ বিষয়ে পাবিপ্রবি হাল্ট প্রাইজের ডিরেক্টর মোস্তাফিজুর রহমান খান বলেন, “পাবিপ্রবিতে প্রথমবারের মতো হাল্ট প্রাইজ আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি সবার সহযোগিতা নিয়ে চমৎকার একটা প্রোগ্রাম উপহার দিতে পারবো। সর্বোপরি, সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি।”
পাবিপ্রবিতে হাল্টের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কালবেলা ও পাবিপ্রবি প্রেসক্লাব। নলেজ পার্টনার হিসেবে আছে মার্কশেপারস। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে এক্সিলেন্স বাংলাদেশ। রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও পদ্মা এবং ক্লাব পার্টনার হিসেবে আছে পাবিপ্রবি বিজনেস ক্লাব, পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি।