Homeজেলাচাঁদপুরে আল বাকার নামক জাহাঝে ডাকাতি নিহত ০৫

চাঁদপুরে আল বাকার নামক জাহাঝে ডাকাতি নিহত ০৫

চাঁদপুরের মাঝের চরে “আল বাকার” নামে একটি জাহাজে ডাকাতির ঘটনায় পাঁচ নাবিক নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ডাকাত দল জাহাজে আক্রমণ চালায় এবং নাবিকদের উপর নৃশংস হামলা করে। এতে পাঁচজন নিহত হন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত নাবিকের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড ঢাকার অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত নাবিককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ভয়াবহ ঘটনার পর বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ডাকাতি ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। তারা জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই আন্দোলনে নামা হবে।

ডাকাতির ঘটনাটি নাবিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং নিহতদের পরিবার শোকাহত। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত চলমান রয়েছে, এবং প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় চাঁদপুরের জলসীমায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। নিহতদের পরিবার ও সহকর্মীরা দ্রুত বিচার নিশ্চিতের অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ খবর