Homeজেলামান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ইউনিয়নের সাবাই বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এর সঞ্চালনায় তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টার এনামুল হক, ওবায়দুল হক, সিদ্দিক হোসেন, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ অনেকে।

এছাড়াও সমাবেশে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।#

সর্বশেষ খবর