দিনাজপুরের বীরগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস এসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি) বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে প্রতি বছর প্রদান করছে এসএবিডি অ্যাওয়ার্ড।
মূলত বীরগঞ্জের উন্নয়ন এবং কল্যাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদান কমিটির সদস্য একাধিকবার মিটিং করে সকলের আবেদন ও কার্যক্রম বিশ্লেষণ এবং মাঠপর্যায় থেকে তথ্য নিয়ে চূড়ান্তভাবে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল ‘বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল’কে মনোনিত করে এসএবিডি অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য।
সোমবার বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিক এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসএবিডি’র সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগের সঞ্চালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ লেখক ও গবেষক ড. একেএম মাসুদুল হক।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু বিশেষ্ণ ডা. মোঃ আব্দুল লতিফ, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ আব্দুল মতিন, মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান, এসএবিডি’র সাবেক সভাপতি মেহেদী হাসান সুজন, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, তরুন সমাজ সেবক ও সাংবাদিক সোহেল আহমেদ, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় এসএবিডি’র সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।