Homeজেলাকালিগঞ্জে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিনে চারা রোপণ উদ্বোধন

কালিগঞ্জে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিনে চারা রোপণ উদ্বোধন

ঝিনাইদহের কালিগঞ্জে ২০২৪ -২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ কর্মসূচির মাধ্যমে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমির রাইচ ট্রান্সপ্লান্টানের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া-সুন্দরপুর-দূর্গাপর মাঠে এ রোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।


আরও পড়ুন:কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা


কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ষষ্ঠি চন্দ্র রায়, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামসহ এলাকার কৃষক ও সুধীজন।

সর্বশেষ খবর