Homeজেলাকুড়িগ্রাম জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে দলের পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম মোস্তফা কে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গঠিত এই কমিটিতে যুগ্ম আহবায়ক ১ নং- মো: শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক ২ মো: হাসিবুর রহমান হাসিব, সদস্য হিসেবে জনাব তাসভির উল ইসলাম কে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। গোলাম মোস্তফা তার দক্ষ নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করে আসছেন। অন্যদিকে, সোহেল হোসনাইন কায়কোবাদ তার সাংগঠনিক দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, তারা দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কুড়িগ্রামের প্রতিটি ইউনিটে দলের কার্যক্রম আরও জোরদার করার জন্য দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোলাম মোস্তফা ও সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বাধীন এই কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তারা কুড়িগ্রামে দলের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন।

সর্বশেষ খবর