Homeজেলাউন্নত ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে এন্ড্রোয়েড সেট নয়:- অধ্যক্ষ হেলালী

উন্নত ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে এন্ড্রোয়েড সেট নয়:- অধ্যক্ষ হেলালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী শিশুদের উন্নত ভবিষ্যৎ গঠনে এন্ড্রোয়েড সেট ব্যবহারের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে এন্ড্রোয়েড সেট তুলে দিলে জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”

২৩ ডিসেম্বর সকালে চট্টগ্রাম নগরীর রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিনা কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিএসটিআই-এর সিইও ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ফেরদৌস, ডা. খালেদ, জানে আলম, গিয়াস উদ্দীন, ফারজানা পারভেজ শিশির, মিনাজ আহমেদ এবং ইফতেখার আলম।

অধ্যক্ষ হেলালী তার বক্তব্যে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বই পড়া এবং খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভরতার বাইরে রেখে তাদের সৃজনশীল চর্চা ও মানবিক গুণাবলী বিকাশে উৎসাহিত করা উচিত।”

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি শিশুদের হাতে ছোট বয়সে এন্ড্রোয়েড সেট তুলে দেন, তবে তাদের মনোযোগ পড়াশোনা ও নৈতিক উন্নতির পরিবর্তে প্রযুক্তি নির্ভরতায় আটকে যাবে।”

অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও শিক্ষার গুণগত মান উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।

সর্বশেষ খবর