ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি
উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমববার (২৩ ডিসেম্বর) ভোর থেকে এই অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তাতে মিলছে না উষ্ণতা।
ভোরের ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। বিকেলের পর থেকেই আবারও ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ।শীতের এমন প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর ও শ্রমজীবীদের বাধ্য হয়েই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে। শীতের কাপড়ের অভাব আর প্রচণ্ড ঠান্ডার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।
আরও পড়ুন:রাজশাহীতে তেলের ট্রাক বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই
নওদাবশ গ্রামের দিনমজুর নুরজামাল মিয়া জানান, “প্রচুর শীত পড়ছে, কিন্তু কাজ না করলে খাওয়া জুটবে না। তাই বাধ্য হয়েই বের হয়েছি।”
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, “বেশিরভাগ দিনমজুরের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতের তীব্রতায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।দ্রুত সময়ের মধ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে কিছুটা হলেও স্বস্তি পাবে এই উপজেলার চর অঞ্চলের শীতার্ত মানুষ।”
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে দ্বিতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।এই শীতের প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ঠান্ডার প্রকোপ আরও বেশি হবে।তিনি আরো জানান,সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।