গনঅভ্যুথানের পরে সকল কিছু নিয়ে নতুন করে ভাবতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়েও ভাবতে হবে। বন্দর নিয়ে হুমকি ভারত, মায়ানমার থেকে আসতে পারে। তাই কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ফরহাদ মজহার।
আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশকে নিয়ে নতুন করে ভাবতে না পারলে গনঅভ্যুত্থান ব্যর্থ হবে। চট্টগ্রাম বন্দর সরাসরি নগরায়ণের সঙ্গে জড়িত। বন্দরকে দক্ষ করা গেলে আন্তর্জাতিক বিনিয়োগও বাড়বে। চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় পরিকল্পনা হাজির করতে হবে। বন্দরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে ত্রিপুরা, মেঘালয় ও নেপালের সঙ্গে ভূরাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।’
বন্দর সুরক্ষা কমিটি আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বন্দর অংশীজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।